খালেদা জিয়া এইট পাশ, আমি সেভেন পাশ, বললেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৩, ০৮:১৬ পিএম

খালেদা জিয়া এইট পাশ, আমি সেভেন পাশ, বললেন হিরো আলম

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিএনপি নেতারা মন্তব্যের প্রসঙ্গে হিরো আলম বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনারা যে নেত্রীর দল করেন, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এইট পাশ ছিলেন। এখন আপনারা লেখাপড়া শিখতে শিখতে পাশ হয়ে গেছেন, ঠিক না? তিনি এইট পাশ ছিলেন, আমি সেভেন পাশ। এক ক্লাস নিচে।

রবিবার (৬ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান হিরো আলম।

অপমানসূচক এবং অবমাননাকর কথাবার্তা বিচার চান জানিয়ে হিরো আলম বলেন, তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন, কিন্তু সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয়া হয় না। আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলেছে।

হিরো আলমের প্রশ্ন, বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে কখনো উল্টাপাল্টা কথাবার্তা আমি বলিনি। তারা কেন আমাকে নিয়ে এমন উল্টাপাল্টা কথাবার্তা বলবে?

অবমাননাকর মন্তব্য করায় রিজভীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

হিরো আলম বলেন, আমাকে বলা হয় অশিক্ষিত। সংবিধান স্বশিক্ষিত লেখার অধিকার দিয়েছে। খোঁজ নিয়ে দেখবেন নমিনেশন পেপারে স্বশিক্ষিত লেখার সুযোগ আছে।

হিরো আলম আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম স্যার প্রায়ই বলেন, হিরো আলমের মতো লোকও নির্বাচন করে, তাকেও আওয়ামী লীগ পিটাইছে। তার এই কথার মানে হলো হিরো চুনোপুঁটি, তাকে নিয়ে তুচ্ছ করে করে কথা বলা যায়।

তাদের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম।

তিনি বলেন, অনেক আওয়ামী লীগ নেতা, জাতীয় পার্টির নেতা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হিরো আলমকে নিয়ে হেয় করে কথা বলে। নোংরামি করে, অপমান করে কথা বলছে।

হিরো আলম বলেন, কেন আপনারা আমাকে অপমান করে কথা বলবেন? ভালো না লাগলে আমার থেকে দশ হাত দূরে চলে যান।

হিরো আলম বলেন, অপমানসূচক এবং অবমাননাকর কথাবার্তার আমি বিচার চাই।

Link copied!