আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ৫, ২০২৪, ০৭:০২ পিএম

আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতীকী ছবি

ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে এই দাম।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল শনিবার সন্ধ্যায় স্বর্ণের দাম বাড়ানো হয় ভরিতে ১ হাজার ৫০ টাকা। যা আজ বিকেল চারটা থেকে কার্যকর হয়।

আরও পড়ুন: ৭ দিন কমার পর স্বর্ণের দাম বাড়ল ১,০৫০ টাকা

উল্লেখ্য, গত ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯, ২৫ এপ্রিল ৬৩০, ২৭ এপ্রিল ৬৩০, ২৮ এপ্রিল ৩১৫ ও ২৯ এপ্রিল ভরিতে ১ হাজার ১৫৫ টাকা কমানো হয়।

Link copied!