অর্থপাচার রোধে দুদকের সক্ষমতা জানতে চায় আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২৩, ১২:০৭ এএম

অর্থপাচার রোধে দুদকের সক্ষমতা জানতে চায় আইএমএফ

অর্থপাচার রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা ও সক্ষমতার কথা জানতে চেয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা (আইএমএফ)।

আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সকালে এ কথা জানান দুদক সচিব মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সোয়া ১১টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ঋণের দ্বিতীয় কিস্তি দেয়ার জন্য কিছু শর্ত দিয়েছিল আইএমএফ। সেসব শর্ত পূরণ ও অর্থ পাচার রোধে দুদকের সক্ষমতা নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে।

রাহুল আনন্দ আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, আর দুদকের পক্ষে ছিলেন সচিব মাহবুব হোসেন এবং মহাপরিচালক (মানি লন্ডারিং) মোকাম্মেলসহ চারজন।

Link copied!