যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৪, ১১:২৮ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

মার্কিন সময় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে একজনকে আটক করতে হতাহত এসব পুলিশ কর্মকর্তা সেখানে যান।

পুলিশ সূত্র জানায়, নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লটে ওয়ারেন্ট বাস্তবায়নের সময় তিনজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজন একজন হামলাকারীকে ব্যারিকেড দিয়ে ঘেরা একটি বাড়ির সামনের উঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। গোলাগুলি ও বন্দুক হামলার এই ঘটনা প্রায় ৩ ঘণ্টা স্থায়ী ছিল।

সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ প্রধান
শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, “হামলায় দুই বন্দুকধারী জড়িত ছিল। আহত অফিসাররা ইউএস মার্শাল সার্ভিসের নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের অংশ।”

পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, “অফিসাররা সামনের উঠানে একজন আততায়ীর দিকে গুলি চালায়, তারপর বাড়ির ভেতরে থেকে তাদের ওপর আরও গুলি চালানো হয়।”

সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে বাড়ির ভেতরে থাকা আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই পুলিশ প্রধান।

সূত্র: বিবিসি

Link copied!