মে দিবস উপলক্ষে সোনাগাছিও বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৪, ০৫:১৯ এএম

মে দিবস উপলক্ষে সোনাগাছিও বন্ধ

প্রতীকী ছবি

আগামীকাল ১ মে বিশ্ব শ্রমিক দিবস। এদিন বন্ধ থাকবে কলকাতার সোনাগাছির যৌনকর্মীদের আবাসস্থল। নিজেদের পেশাগত সম্মান ও অধিকারের দাবিতে সোচ্চার হয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভারতীয় সময় বিকেল চারটায় এক জমায়েতের ডাক দিয়েছেন যৌনকর্মীরা। এই জমায়েতেই নিজেদের দাবিদাওয়া তুলে ধরবেন তারা।

গত ২৬ এপ্রিল দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক বিশাখা লস্কর বলেন, “আর পাঁচটা ক্ষেত্রের শ্রমিকদের মতো যৌনকর্মীরাও শ্রমিক। কিন্তু শ্রমিকদের মর্যাদা পান না তারা।”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে সব যৌনকর্মীর শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই মুহূর্তে শহরের যৌনকর্মীরা যেসব শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের কোনো সরকারি স্বীকৃতি নেই। রেজিস্ট্রেশন নম্বরও নেই। ফলে এ বছর মে দিবসে সোনাগাছির স্লোগান- ‘গতর খাটিয়ে খাই। শ্রমিকের অধিকার চাই’।”

বিশাখা লস্করের ভাষ্য, তাদের দাবি থাকবে আর পাঁচজনের মতো রেশন-ভোটার কার্ডে যৌনকর্মীদের বাড়ির ঠিকানা দিতে বাধ‌্য করা যাবে না। তাদের ঠিকানা গোপন রাখার অনুমতি দিতে হবে। খদ্দের এবং যৌনকর্মীর মধ্যে সম্মতির সহবাস হলে তাতে পুলিশ নাক গলাতে পারবে না।

২০২২ সালের ১৯ মে যৌনকর্মীদের নিয়ে একটি রায় দেয় সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছিল, স্বেচ্ছায় কেউ এই কাজে যুক্ত হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। কিন্তু যৌনকর্মীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট এই রায় দিলেও সেটা এখন কার্যকর হয়নি। পুলিশের এই হয়রানি বন্ধ করতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!