বাংলাদেশ না পারলেও আনার হত্যার মূল হোতাকে ফেরাতে পারবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৪, ০৩:০৮ পিএম

বাংলাদেশ না পারলেও আনার হত্যার মূল হোতাকে ফেরাতে পারবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

টিএসসি অডিটোরিয়ামে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অডিটোরিয়ামে মাদরাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এমপি আনার হত্যাকাণ্ডে মূল মামলা হয়েছে ভারতে তাই এই মামলার মূল পরিকল্পনাকারী শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ঘিরে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে যেখানেই আছে এর মধ্যেই তাদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে ও পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

একই সময় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, “সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যপার। এর দায় পুলিশ নেবে না। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন। যদি কেউ অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার করা হবে।”

তিনি আরও বলেন, “তাকে (সাবেক আইজিপি) এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে আমরা শুনেছি। যদিও তার যাওয়ার ব্যপারে আমি জানি না। বিস্তারিত জেনে এই বিষয়ে কথা বলবো।”

Link copied!