মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার, বিদেশে পাঠাতে অনড় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১২:৫৮ এএম

মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার, বিদেশে পাঠাতে অনড় বিএনপি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। মুক্তির মেয়াদ বাড়িয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য দিকে খালেদা জিয়ার জীবন রক্ষার্থে অবিলম্বে মুক্তি দিয়ে দ্রুত বিদেশে পাঠাতে আবারো সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

এ দিকে দলটির মহাসচিব বলেন, ‘‘ডাক্তার সাহেবরা যারা উনাকে (খালেদা জিয়া) দেখছেন, যারা তার ২৪ ঘন্টা মনিটরিং করছেন, তার সাথে যারা আছেন তারা বার বার করে বলছেন, যে তাদের চিকিতসা এখন পর্যন্ত যতটুকু পেরেছেন, করেছেন। এরপরে যে এডভান্স ট্রিটমেন্ট দরকার সেই এডভান্স ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে কোনো এডভান্স মেডিকেল সেন্টার নেই। এই কারণে তারা বার বার বলছেন যে, তাকে বাইরে বিদেশে এডভান্স ট্রিটমেন্টের জন্য পাঠানো অত্যন্ত জরুরি।”

‘‘আমি আজকে আপনাদের মাধ্যমে এককথাটা সমগ্র দেশবাসীকে এবং এই অমানবিক সরকারকে আহ্বান জানাতে চাই যে, সবকিছু ভুলে এই গণতন্ত্রের নেত্রীকে যিনি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন তার জীবন রক্ষার্ধে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার করানো ব্যবস্থা করা হোক।’’

‘অন্যথায় যেকোনো উদ্ভুত পরিস্থিতির জন্য সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’-হুশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মহাসচিব।

গত ৯ আগস্ট থেকে অসুস্থ অবস্থায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত আছেন।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে চলমান আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘‘আজকে আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে নেতার অবদান সবচেয়ে বেশি যাকে এদেশের মানুষ আপোষহীন নেত্রী বলেন এবং যাকে আমরা গণতন্ত্রের মাতা বলি, যিনি তার রাজনৈতিক কর্মজীবনের বেশিরভাগ সময় গণতান্ত্রিক সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং এখনো গুরুতর অসুস্থ অবস্থায়, গৃহবন্দি অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”

‘‘আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর জেনেছেন যে, গতকাল তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে শিফট করতে হয়েছে। তার কারণ তার কন্ডিশন অত্যন্ত ডিটোরেইট করেছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি সেইমুহুর্তে ক্রিটিক্যাল মুমেন্ট থেকে বেরিয়ে আজকে সকালে তিনি.. ‘একটু বেটার’।তারপরেও উনি এখনো ক্রাইসিসের বাইরে নন।”

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা সরকারের কাছে সারাক্ষণই বলছি তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে এবং ডাক্তাররাও একই কথা বলছেন, তাকে দ্রুত বিদেশে এডভান্স মেডিকেল সেন্টারে পাঠানো অত্যন্ত জরুরী।”

এর আগে গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়ে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওইদিন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে।

Link copied!