সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৩, ০৪:৩১ এএম

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। এর ফলে এই সপ্তাজে বৃষ্টি বাড়তে পারে বলেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আজ শুক্রবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে দেখা যায়, ৪৪টি স্টেশনের মধ্যে ২৪টিতে বৃষ্টি হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ২৭টি স্টেশনে বৃষ্টি হয়। রাজধানী ঢাকা গত দুই দিন প্রায় বৃষ্টিহীন।

সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কম। তবে সোম বা মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

এরই মধ্যে সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!