পারিবারিক কলহে ঢাবি শিক্ষার্থীর উপর মেয়রের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৪, ০৭:০৫ পিএম

পারিবারিক কলহে ঢাবি শিক্ষার্থীর উপর মেয়রের হামলা

ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমদউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: আরিফ ও তার পরিবারের উপর হামলা করেছে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।

গত ২০মার্চ (বুধবার), ২০২৪ আরিফের নিজ বাড়িতে স্থানীয় মেয়র ও তার কর্মীরা এসে সঙ্গবদ্ধভাবে হামলা চালায়। হামলার শিকার আরিফের দেওয়া মুঠোফোনের মাধ্যমে ধারণকৃত এক ভিডিও ক্লিপে এই চিত্র দেখা যায়।

ঘটনার সূত্রাপাত সম্পর্কে আরিফ জানান, তার চাচা সামসুল হক বাহির থেকে ৩০-৪০ জন মানুষ এনে বাড়ির মধ্যে জায়গার বিভিন্ন অংশ ঘিরে ফেলে।  বাড়ির অন্যান্য পরিবার এর প্রতিবাদ করলে তাদের কেউ কেউ হুমকি প্রদান করে। আরিফের বাবা  তার বিপক্ষে অবস্থান নেওয়ায় শামসুল হক ক্ষিপ্ত হয়ে মেয়র ও তার লোক নিয়ে এসে হামলা চালায়।

তার চাচা ও মেয়রের কার্যক্রমের প্রতিবাদ করায় একপর্যায় আরিফের উপরও চড়াও হয় তারা। আরিফ নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কবি জসীম উদ্দীন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী  বলে পরিচয় দেয়ার পর ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও অকথ্য ভাষায় গালাগাল করেছে মেয়র রেজাউল করিম খোকন।

তিনি আরও জানান,   ‘ছেলেদেরকে আঁচলে মুড়িয়ে রাখবেন না হলে শেষ করে দেব ’ এই বলে তার মাকে হুমকি দেন মেয়র।

Link copied!