প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লাভরভের সৌজন্য সাক্ষাৎ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৫:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লাভরভের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামীকাল শনিবার থেকে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় এলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

বিমানবন্দর থেকে লাভরভ সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসে মোমেনের সাথে একান্তে বৈঠক করেন। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের প্রতিনিধিদল নিয়ে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

মোমেনকে পাশে রেখে করা এই সংবাদ সম্মেলনে লাভরভ বাংলাদেশের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। লাভরভ বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অংশীদার বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকসহ সর্বস্তরে সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া।

Link copied!