মে ৭, ২০২৪, ১২:০৭ পিএম
বাংলাদেশ দলে হাহাকারের নাম লিটন দাস। একেবারে ফর্মে নেই তিনি। এদিকে জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ।১৩ মে বাংলাদেশ দল ঘোষণা করবে।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৩ টি টোয়েন্টি ম্যাচে লিটন ১,২৩ ও ১২ রানে ফিরেছেন। সর্বশেষ ৩ ওয়ানডেতে তার স্কোর ১,০,০। ঢাকা ডিভিশন লিগ খেলে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। তবে পরিস্থিতি শোচনীয়।
এদিকে সৌম্য সরকার রিহ্যাবে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাপে রয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, পারভেজ ইমনকে নিয়েও ভাবছেন নির্বাচকরা। তিনি ঢাকা ডিভিশন ক্রিকেটে প্রাইম ব্যাংকের হয়ে ভাল খেলেছেন।
এখন লিটনের বিশ্বকাপ দলে থাকা কঠিন হয়ে গেল। আর ২টি ম্যাচ বাকি রয়েছে টি টোয়েন্টি সিরিজে। লিটন বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা এটা কোটি টাকার প্রশ্ন। সাদা বলে তার পরিস্থিতি বেশ খারাপ।