লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষেও ফর্মে ফিরতে পারলেন না। আবার তিনি ব্যর্থ হলেন। আর এবার একেবারে দায়িত্বহীন ব্যাটিং করে।
জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। খেলা শেষে তাওহিদ হৃদয় বলেন,‘ ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপঅর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য কন্ট্রিবিউট করবে।
লিটনকে নিয়ে আরও বড় আশা হৃদয়ের। হৃদয় বলেন,‘ দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপঅর্ডাররা খেলে তারা চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে। একটা ক্রিকেটার সবসময় ভালো খেলবেন না। লিটন ভাই….উনি কি ক্রিকেটার বা উনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি। আসলে চেক করে দেখলে দেখা যাবে এখনও উনার স্ট্রাইকরেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভেতরে আছে মনে হয়, দুই তিনজনের ভেতরে। আসলে বিশ্বের যত বড় ব্যাটারই হোক সে প্রতিটা ম্যাচ বা সিরিজে ভালা করবে না। আশা করছি যে যারা ভালো করছেন না তারা খুব দ্রুত ফিরবেন। একটা ইনিংস ভালো করলেই ফিরবেন। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার সিনারিও চেঞ্জ করে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা হারালে হবে না।’