সমাবেশে বক্তব্যের বদলে গান গাইলেন মমতাজ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ০৩:৫৭ এএম

সমাবেশে বক্তব্যের বদলে গান গাইলেন মমতাজ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীতে পূর্বঘোষিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যের বদলে গান গেয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংগীত শিল্পী মমতাজ বেগম।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে গান গেয়ে নেতাকর্মীদের উৎফুল্ল করেন তিনি।

‌প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গাওয়া ‘ছিল নৌকা, আছে নৌকা, থাকবে নৌকা ইতিহাসে, বাংলাদেশে। আমার নেত্রী শেখ হাসিনা, শক্ত হাতে নাও ধরেছে, বঙ্গবন্ধুর ন্যায়।’ গানটির সঙ্গে সুর মেলান হাজারো নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথি সিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এর আগে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশটি শুরু হয়।

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন লোকসংগীত শিল্পী লিপি সরকার।

Link copied!