মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১০:৩৯ এএম

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনার জেরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার সকাল বেলা ১১টায় তাকে মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সরকারি সূত্রে জানা গেছে,  তলব করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে। তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। পাশাপাশি দুইজন নিহতের জবাবও চাইবে ঢাকা।

প্রসঙ্গত, সোমবার মিয়ানমার থেকে আসা গোলায় বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা পুরুষের মৃত্যু হয়।

Link copied!