ঢাকার ২০ আসন

মনোনয়নপত্র সংগ্রহ ১৭৪ , জমা ৯

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৩, ০৮:৩২ পিএম

মনোনয়নপত্র সংগ্রহ ১৭৪ , জমা ৯

ঢাকা-১৪ সংসদীয় আসনে সর্বোচ্চ ২৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ১৭৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহীরা। এর মধ্যে ঢাকা-১৪ সংসদীয় আসনে সর্বোচ্চ ২৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী। মঙ্গলবার ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পাঠানো মনোনয়নপত্র বিতরণ ও দাখিল সংক্রান্ত তথ্যে এ চিত্র দেখা গেছে।
তথ্যে দেখা গেছে, রিটার্নিং অফিসারের কাছ থেকে ৭৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আর সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রার্থীরা নিয়েছেন ১০০টি মনোনয়নপত্র। তবে আজকে পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইসি জানায়, ঢাকা-১ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন ৩ জন প্রার্থী। ঢাকা-২ আসন থেকে ৪ জন, ঢাকা-৩ আসন থেকে ৫ জন, ঢাকা-৪ আসন থেকে ১১ জন, ঢাকা-৫ আসন থেকে ১৬ জন, ঢাকা-৬ আসন থেকে ৯ জন, ঢাকা-৭ আসন থেকে ৯ জন, ঢাকা-৮ আসন থেকে ১৮ জন, ঢাকা-৯ আসন থেকে ৭ জন, ঢাকা-১০ আসন থেকে ১০ জন, ঢাকা-১১ আসন থেকে ১১ জন, ঢাকা-১২ আসন থেকে ৭ জন, ঢাকা-১৩ আসন থেকে ১০ জন, ঢাকা-১৪ আসন থেকে ২৬ জন, ঢাকা-১৫ আসন থেকে ৯ জন, ঢাকা-১৬ আসন থেকে ৮ জন, ঢাকা-১৭ আসন থেকে ১৪ জন, ঢাকা-১৮ আসন থেকে ৯ জন, ঢাকা-১৯ আসন থেকে ৬ জন এবং ঢাকা-২০ আসন থেকে ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

Link copied!