জুলাই ২৮, ২০২৪, ১২:১৯ পিএম
ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনকারী সমন্বয়কদের সঙ্গে অভিভাবকরা দেখা করতে এলে তাদের দেখা করতে দেওয়া হয়নি।
রোববার (২৮ জুলাই) বিকেল তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে দেখা করতে এলে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে ধরে আনার উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। একই সঙ্গে দ্রুততর সময়ের মধ্যে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের মা।
বিষয়টি নিয়ে আরও তথ্য জানার জন্য দ্য রিপোর্ট ডট লাইভের প্রতিবেদক ডিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনও বক্তব্য পাওয়া যায়নি।