জুলাই ২৭, ২০২৪, ১২:১৭ পিএম
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ৮ দফা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেওয়ার কথা বলেছেন উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণের মধ্যে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ৮ দফার মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শনিবার (২৭ জুলাই) সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলাকালীন সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এদিন দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের কথা জানান তিনি।
কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছিল। গণশত্রু বিএনপি-জামায়াত ও জঙ্গিরাই এই নাশকতার ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: ৩ সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে (ঢাবি শিক্ষার্থী) নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার) নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের হামলা করতে চায় সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।