ভোটে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির নীতিগত সম্মতি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৫৩ পিএম

ভোটে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির নীতিগত সম্মতি

সোংবাদিকদের সাথে কথা বলছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে বঙ্গভবন থেকে বের হয়ে জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী, কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ করে। রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে অতি শিগগির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তিনি নীতিগতভাবে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মূলত সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আলোচনা করে পৃথক পত্র প্রেরণ করবো। এর আলোকে সময় নির্ধারণ হবে। সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে পত্রালাপের মাধ্যমে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

পিএসও ১৩ দিনের কথা বলেছেন উল্লেখ করলে তিনি বলেন, সেটা একটা আলোচনা ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়োজিত থাকবে, তার সঙ্গে সমন্বয় রেখে তারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেইজন্য তিনি কথাটা বলেছেন। সময় এখনো চূড়ান্ত হয়নি।

Link copied!