১২ কেজি এলপিজির দাম কমে ১,৩৯৩ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ২, ২০২৪, ০৩:১৩ পিএম

১২ কেজি এলপিজির দাম কমে ১,৩৯৩ টাকা

ভোক্তা-পর্যায়ে ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকে ঘোষিত নতুন দাম কার্যকর হবে।এর আগে এপ্রিলে ৪০ টাকা কমে এই দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা।

বৃহস্পতিবার (২ মে) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক বা ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৮ পয়সা, যা গত মাসে ছিল ১১৬ টাকা ৩৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৩ টাকা ৯২ পয়সা, যা এত দিন ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

বাজারে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডার সরবরাহ করা হয়। গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার করা হচ্ছে। এই বাজারের ৯৯ শতাংশের বেশি বেসরকারি খাতের দখলে।

Link copied!