মার্কিন দূতাবাসের বিবৃতি

রোহিঙ্গাদের এখনই নিজ দেশ মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৩, ০৪:৩৮ এএম

রোহিঙ্গাদের এখনই নিজ দেশ মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

মিয়ানমারের জান্তা সরকারের বর্বোরিচত নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এখনই নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মিয়ানমারের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় ঢাকায় মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, বার্মার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এই জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই। বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া অনিরাপদ। তাই আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপায়, পুনর্বাসনের মাধ্যমে দায়িত্ব ভাগ করে নিয়ে রোহিঙ্গাদের দুর্দশার সর্বাঙ্গীন সমাধানে অবদান রাখছি।

“আন্তর্জাতিক পুনর্বাসন প্রক্রিয়ায় অবদান রাখা অন্যান্য দেশগুলোর উদারতাকে আমরা সাধুবাদ জানাই। আশা করি, ঐতিহ্যগতভাবে পুনর্বাসন দেওয়া দেশগুলোর বাইরেও আন্তর্জাতিক সম্প্রদায় এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় যোগ দেবে৷”

এতে বলা হয়, আমাদের অবশ্যই বাংলাদেশ সরকার এবং রোহিঙ্গাদের আশ্রয়দানকারী বাংলাদেশি জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।

Link copied!