বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ সমর্থন করে না রাশিয়া: লাভরভ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৩:১২ এএম

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ সমর্থন করে না রাশিয়া: লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ রাশিয়া সমর্থন করে না।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বেঠকের পর এ তথ্য জানা গেছে।

স্যাংশন নিয়ে প্রশ্নের উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নিজস্ব কারেন্সিতে কোন লেনদেন করা যায় কিনা সেটা নিয়ে ভাবা হচ্ছে।

এছাড়া বাংলাদেশে এলএনজি সাপ্লাই করার পরিকল্পনা চলছে। এছাড়া গম ও সার রপ্তানির কথা হচ্ছে। আর দক্ষ কর্মী ও বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বৃদ্ধি করা হবে বলে জানা গেছে।

এছাড়া বাংলাদেশে জ্বালানি অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান করতে সহায়ক ভূমিকা রাখবে রাশিয়া।

Link copied!