সাত হাজার কোটি টাকা খরচ করে খাদ্যশস্য কিনছে সরকার: খাদ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৭, ২০২৪, ০৩:১৭ পিএম

সাত হাজার কোটি টাকা খরচ করে খাদ্যশস্য কিনছে সরকার: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকার খাদ্যশস্য কিনতে ৭ হাজার কোটি টাকা খরচ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে অনলাইনে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন।

৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী জানান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৪৪ টাকা দরে কেনা হবে ১ লাখ টন আতপ চাল। এছাড়া ৫০ হাজার টন গম কেনা হবে ৩৪ টাকা দরে। প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা খরচ করে এই ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করতে হবে। এছাড়া খাদ্য গুদামের কোনও কর্মকর্তা-কর্মচারী যেন কৃষকদের হয়রানি না করে এজন্য ডিসিদের বলা হয়েছে। ধান ও চালের গুনগত মান যেন ভালো হয় সেদিকে খাদ্য কর্মকর্তাদের নজর রাখতে হবে।”

তিনি আরও বলেন, “ঝড়-বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি। এরই মধ্যে হাওরের ৯৯ ভাগ ধান কাটা হয়েছে। ১০-১২ দিনের মধ্যে সারাদেশের ধান কাটা শেষ হবে বলে আমরা আশা করছি।”

Link copied!