তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান সাকিব

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৩, ০৫:৫০ পিএম

তিনটি আসন থেকে  আওয়ামী লীগের মনোনয়ন চান সাকিব

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন। 

শনিবার  ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন তিনি।এ ছাড়াও মাগুরা ১ ও ২ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মাগুরা-১ তার নির্বাচনী এলাকা। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা-১০, জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন। বেশ কয়েকটি মার্কেট, শিল্প-কারখানা, ব্যবসা বাণিজ্যের হাব এবং গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে এ এলাকায়। আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান এবং হাজারীবাগ থানা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন।

ঢাকার এ আসনে সর্বশেষ নির্বাচন (উপ-নির্বাচন) হয়েছিল ২০২০ সালের ২১ মার্চ। তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আসনটি ছেড়ে দেন। পরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

Link copied!