বুকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসীরা, ঘটনাস্থলেই প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২৩, ০৯:২৮ পিএম

বুকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসীরা, ঘটনাস্থলেই প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ এই ঘটনা ঘটেছে।

নিহত ইমাম হোসেন (৩০) পাশের কুতুপালং (ক্যাম্প-১ ইস্ট) আশ্রয়শিবিরের জি-১২ ব্লকের বাসিন্দা মনির উল্লাহর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পূর্বশত্রুতার জের ধরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ১০-১২ জন সদস্য ইমাম হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর বুকে পরপর দুটি গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ইমামের মৃত্যু হয়েছে।

ওসি শামীম বলেন, বিকালে ক্যাম্পের ভেতর একদল দুর্বৃত্ত ইমামকে গুলি করে। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যান।

পরে গুলিবিদ্ধ ইমামকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Link copied!