দুপুরে শুরু হচ্ছে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২৩, ১১:৩৬ এএম

দুপুরে শুরু হচ্ছে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল

সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে রেল চলাচল শুরু হচ্ছে আজ। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে এই ট্রেনের যাত্রা শুরু হবে।

পূর্বাঞ্চলীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে শুরু হচ্ছে ঢাকা-কক্সাবাজার ট্রেন চলাচল। গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি করা হয় ট্রেনের টিকেট। ইতোমধ্যে সবগুলো টিকেট বিক্রি হয়েছে। ট্রেনটি চট্টগ্রামে ২০ মিনিটের যাত্রাবিরতি দেবে; আর কোনো স্টেশনে দাঁড়াবে না। কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।

এই রুটে ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন। এ সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশ দেন তিনি।

কক্সবাজার রেলওয়ে স্টেশনমাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, বাণিজ্যিক ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপতাত আমাদের আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুকিং দেওয়া হয়েছে। এ তারিখ পর্যন্ত ট্রেনের এসি, শোভন চেয়ারসহ সব টিকিট বিক্রি হয়ে গেছে।

Link copied!