রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন দুই মার্কিন কংগ্রেসম্যন

কূটনৈতিক প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৩, ০৯:৩৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন দুই মার্কিন কংগ্রেসম্যন

সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরে এসে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেইস। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু দ্দৌজা।

তিনি বলেন, সোমবার সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে মতবিনিময় করেন। এতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়।

এসময় তিনি আরও বলেন, “সেখানে প্রতিনিধিদল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

দুপুরে কংগ্রেস প্রতিনিধিদল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন বলেও জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত এই কমিশনার। 

এর আগে, সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান মার্কিন কংগ্রেসের এই দুই সদস্য। বিমানবন্দর থেকে নেমেই রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেইস কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘন্টাব‍্যাপী বৈঠক করেন। এরপর তারা উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।  

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি নানামুখী তৎপরতা শুরু হরেছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই প্রধান দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ নানা দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বিদেশি মিশনগুলো একাধিক প্রতিনিধি বা প্রতিনিধি দল এবং পর্যবেক্ষক পাঠাতে শুরু করেছে। 

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ তথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী অগ্রগামী দলের সদস্যরা ঢাকা সফর করে গেছেন। সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধি দলও ঢাকা সফর করেছেন। সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ৬-৮ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্ব প্রতিনিধিদল ঢাকা সফর করে গেছেন। ওই প্রতিনিধি দলে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরও  ছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী কংগ্রেস ম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেইস ‘র ঢাকা সফর যথেষ্ট গুরুত্ব বহন করে। কারণ আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ও পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ’র ঢাকা সফরকালে আওয়ামী লীগের সাথে বৈঠকে বসলেও বিএনপির সাথে বা দলের কোনো নেতার সাথে বৈঠক করেনি। এবার এই দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথেও বৈঠক করেছেন।

রবিবার  সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠক করেন।

Link copied!