আমরা এ অঞ্চলে প্রক্সি ওয়ার চাই না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৩:৪৭ এএম

আমরা এ অঞ্চলে প্রক্সি ওয়ার চাই না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সংলাপ এবং আলোচনার মাধ্যমে যে কোনো সংকটের সমাধানের পক্ষে। আমরা এ অঞ্চলে প্রক্সি ওয়ার চাই না।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক ব্যালেন্স ফরেন পলিসি অনুসরণ করি। আমাদের সুবিধা হয় সেগুলো আমরা বেশি অনুসরণ করি। তবে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ইচ্ছুক।  এজন্য আমরা আসিয়ানের ডায়লগ পার্টনার হবার প্রক্রিয়ায় আছি। তবে আমাদের বিষয়টি খুবই পরিষ্কার৷ আমরা এই অঞ্চলে কোন ধরনের প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ দেখতে চাইনা।

এর আগে সন্ধ্যায় সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভের এটাই প্রথম ঢাকা সফর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

Link copied!