অক্টোবরের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৩, ০৪:০৩ এএম

অক্টোবরের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

আগামী অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই বলে জনিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বর মাসে নয়। এটা অক্টোবরের আগে হওয়ার সম্ভাবনা নেই। এটা অক্টোবরের শেষের দিকে হবে বলে আমার মনে হচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একটি গণমাধ্যমে সিইসি এক সাক্ষাৎকারে সেপ্টেম্বরে তফসিল ঘোষণার কথা বলেছিলেন। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ইন্টারভিউ-এ আমি অনুমান করে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের কোনো এক সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে। পরে হিসাব করে দেখলাম সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই।

‘অনেক সময় হিসাবে ভুল হয়। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। সিদ্ধান্তও হয়নি।’

তাহলে নির্বাচনের কতদিন আগে তফসিল ঘোষণা করা হবে? এমন প্রশ্নের জবাবে সিইসি সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনের কতদিন আগে তফসিল ঘোষণা করা হবে, তা আইনে সুস্পষ্টভাবে বলা নেই। তবে সাধারণত ৪৫ থেকে ৫০ দিন কিংবা ৬০/৭০ দিন আগেও তফসিল ঘোষণা করা যায়। এমন হিসাব করলেও অক্টোবরের আগে তফসিল ঘোষণা করা সম্ভব নয়।’

বিএনপিকে নির্বাচনে আনা বিষয়ে সিইসি বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে পারব কি পারব না সে দায়িত্ব আমাদের ওপর না। বিএনপি আসবে বা আসবে না এটা রাজনৈতিক পরিমণ্ডলে নিরসন করতে হবে। আমরা নিরপেক্ষ অবস্থান থেকে আহ্বান জানাব, আপনারা আসুন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করে তুলুন।

এ সময় সিইসি জানান, আরপিও সংশোধন হচ্ছে আমাদের ইচ্ছায়, আমাদের পরামর্শে। এতে আমাদের দায়িত্ব বাড়ানো হয়েছে।

বিদেশিদের কোনো চাপ নির্বাচন কমিশনের ওপর নেই বলেও জানান সিইসি।

Link copied!