অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার ঢাবি শিক্ষার্থী ৯৯৯ ফোন কলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৩, ০১:১৮ এএম

অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার ঢাবি শিক্ষার্থী ৯৯৯ ফোন কলে উদ্ধার

সংগৃহীত ছবি

অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোনকলে অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহয়তায় পুলিশ বুধবার সকাল পৌনে দশটার দিকে রাজধানীর দক্ষিণ গোড়ানের একটি বাসায় অভিযান চালিয়ে ওই ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।

ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র বলে জানা গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) বিকেলে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার) আনোয়ার সাত্তার  এবং খিলগাঁও থানা পুলিশের এসআই জসিমউদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, “বুধবার সকাল পৌণে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার হলের জুনিয়র শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্র বান্ধবীর সাথে দেখা করতে গতকাল রাতে মালিবাগ গিয়েছিল। ভোররাতের দিকে তারা জানতে পারেন, ঐ শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু তার মেসেঞ্জার একাউন্ট ব্যবহার করে পরিচিত জনদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছিল। মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিল তাকে খুব মারধর করা হয়েছে এবং বিবস্ত্র  করে ছবি তোলা হয়েছে। এখন একলাখ টাকা না পেলে তাকে ছাড়া হবেনা। এ অবস্থায় কলার দ্রুত পুলিশী সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।”

৯৯৯-এর এই পরিদর্শক আরও  জানান, “৯৯৯ কলটেকার কনষ্টেবল সায়েমউদ্দীন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল সায়েম তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ ডিসপাচার এসআই জয়ন্ত ঘরামী সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।”

তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় আটক শিক্ষার্থীর অবস্থান সনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার শিক্ষার্থীকে (২৩) উদ্ধার করে এবং অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।”

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী সম্পর্কে জাতীয় জরুরি  সেবা ৯৯৯০ কে ফোন দেওয়া মিনহাজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  এক শিক্ষার্থী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বুধবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের কিছু ভাই ব্রাদার আমাকে বলে তাদের এক ব্যাচমেট হলে নেই। এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেই।  সে শুধু সমস্যার কথা বলে মেসেন্জারে টাকা চাইছে। তখন আমি বিষয়টা বিস্তারিত জানার চেস্টা করি।সব কথা শোনার পর ৯৯৯ কল দিয়ে পুলিশ সাহায্য চাইলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।”

মিনহাজ আরও বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী ছোট ভাইকে খুব মারধর করেছে।  সে সুস্থ আছে।  এবিষয়ে মামলা করা হবে বলেও জানান মিনহাজ।

Link copied!