আইফোন পেয়েও ফিরিয়ে দেওয়া রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২২, ১১:২১ পিএম

আইফোন পেয়েও ফিরিয়ে দেওয়া রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় রিকশাচালক আমিনুল ইসলামকে পুরস্কৃত করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক অনুষ্ঠান শেষে রিকশাচালকের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মেয়র।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, 'রিকশাচালক আমিনুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। আমরা তার এ কাজকে উৎসাহিত করতে তাকে পুরস্কৃত করলাম। আমাদের সবাইকে আমিনুলের মতো হতে হবে।'

৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় রিকশাচালক আমিনুল ইসলাম একটি মুঠোফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মুঠোফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।রিকশাচালক আমিনুল ইসলাম বলেন, ৮ বছর ধরে গুলশান এলাকায় রিকশা চালান তিনি। ৫ আগস্ট গুলশান-২ নম্বর এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার পর তিনি গদির ফাঁকে (যাত্রী বসার স্থান) মুঠোফোনটি দেখতে পান। দেখে মনে হয়, মুঠোফোনটি বেশ দামি। মুঠোফোনটি বন্ধ অবস্থায় ছিল। চার্জ না থাকায় সেটি চালু করাও যাচ্ছিল না। ফলে মুঠোফোনটির মালিক কে, তা বুঝতে পারছিলেন না।

আমিনুল বলেন, মুঠোফোনটির মালিককে খুঁজে বের করতে তা চালু করার দরকার ছিল। তাই তিনি উত্তর বাড্ডার একটি দোকানে গিয়ে চার্জার কেনার চেষ্টা করেন। কিন্তু দোকানদার চার্জারের দাম অনেক বেশি চান। তাই তিনি চার্জার না কিনে ফিরে আসেন। পরে তিনি মুঠোফোনটির সিম খুলে ফেলেন। নিজের মুঠোফোনে সিমটি চালু করেন। সিম চালু করার পর এক নারীর ফোন আসে। তিনি মুঠোফোনটির মালিকানা দাবি করেন। তখন তিনি ওই নারীকে মুঠোফোনটি নিয়ে যেতে বলেন। পরে তিনি পুলিশের মাধ্যমে মালিকের কাছে মুঠোফোনটি ফিরিয়ে দেন।

Link copied!