১৬ লাখ ভক্ত বিনামূল্যে উপভোগ করলেন ম্যাডোনার কনসার্ট

শোবিজ ডেস্ক

মে ৭, ২০২৪, ১২:২৯ পিএম

১৬ লাখ ভক্ত বিনামূল্যে উপভোগ করলেন ম্যাডোনার কনসার্ট

ছবি: সংগৃহীত

মার্কিন পপতারকা ম্যাডোনা মঞ্চে পা রাখলেই দর্শক-শ্রোতাদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। জনপ্রিয় এ গায়িকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। সম্প্রতি এই তারকা বিনামূল্যে গান শোনালেন ভক্তদের। আর এ সুযোগ হাতছাড়া করতে চাননি ব্রাজিলের নাগরিকরা। 

শনিবার  (৪ মে) রাতে রিও ডি জেনিরোতে ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকতে পপ আইডল ম্যাডোনার কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন প্রায় ১৬ লাখ মানুষ।

রয়টার্সের তথ্য অনুসারে, গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের লন্ডনে ম্যাডোনা তার ‘ওয়ার্ল্ড সেলিব্রেশন’ ট্যুর শুরু করেন। এ ট্যুরের শেষ কনসার্ট ছিল ব্রাজিলে।

কনসার্ট শুরুর  কয়েক ঘণ্টা আগেই দর্শকরা সেখানে উপস্থিত হন। কেউ কেউ  আবার একদিন আগে থেকেই সেখানে অবস্থান নেন। যাদের বেশি অর্থ ব্যয় করার সামর্থ্য ছিল তারা সমুদ্রে নৌকা নোঙর করে কনসার্ট উপভোগ করেছেন। এছাড়া অনেকেই সৈকতের কাছের অ্যাপার্টমেন্ট থেকে প্রিয় গায়িকার পারফরম্যান্স উপভোগ করেন।

৬৫ বছর বয়সী ম্যাডোনা শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে পারফরম্যান্স শুরু করেন। দুই ঘণ্টারও বেশি সময় গান পরিবেশন করেন তিনি। লাইক অ্যা প্রেয়ার, ভোগ, এক্সপ্রেস ইয়োরসেলফের মতো গান পরিবেশন করেন ম্যাডোনা। মঞ্চে এ গায়িকা বলেন, “রিও, আমরা সমুদ্র, পর্বত, যিশুসহ বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় আছি।”

কনসার্টের দিন সেখানে স্থানীয় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এসময় আবহাওয়া ঠাণ্ডা রাখতে ফায়ার সার্ভিসের কর্মীরা কনসার্ট এরিয়ায় পানি স্প্রে করেন। এ ছাড়া দর্শকদের মাঝে বিনামূল্যে খাবার পানি বিতরণ করা হয়। যদিও শেষ রাতের দিকে তাপমাত্রা ২৭ ডিগ্রিতে নেমে আসে। কনসার্টের নিরাপত্তার জন্য ওই এলাকায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। 

Link copied!