আজ থেকে চালু হচ্ছে ৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২২, ০৫:২৪ পিএম

আজ থেকে চালু হচ্ছে ৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

দেশি-বিদেশি পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে ‘ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা চত্বর বঙ্গবন্ধু মানমন্দির-ঢাকা’ শীর্ষক ভ্রমণ প্যাকেজ চালু হচ্ছে। এই প্যাকেজের আওতায় মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু ঘুরে আসার সুযোগ মিলবে। আজ শুক্রবার থেকে ভ্রমণ কর্মসূচি চালু করছে পর্যটন কর্পোরেশন। প্রতি শুক্র ও শনিবার এটি পরিচালিত হবে।

আজ শুক্রবার বিকেল তিনটায় আগারগাঁওস্থ পর্যটন ভবনে এই প্যাকেজ ট্যুরের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

পর্যটন কর্পোরেশন জানিয়েছে, আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বিকেল ৪টায় আগ্রহী দর্শনার্থীদের নিয়ে যাত্রা শুরু করে পদ্মা সেতু ঘুরিয়ে আবার রাত ১০টায় ফিরে আসবে। দর্শনার্থী বহনকারী কোস্টার পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা চত্বর পর্যন্ত যাবে। আপাতত সপ্তাহে দুই দিন এ ভ্রমণের আয়োজন করা হলেও দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় পরে তা আরও বাড়ানো হতে পারে।

ই ভ্রমণের মাধ্যমে পর্যটকেরা দিনের আলোতে এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্যাকেজ ট্যুরটি বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট প্রশিক্ষিত গাইড দ্বারা পরিচালিত হবে।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ ছুটির দিনে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। তাঁদের কেউ যাচ্ছেন ব্যক্তিগতভাবে, কেউবা দলগতভাবে। দর্শনার্থীদের বড় অংশই সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ঘুরে আসছে। দর্শনার্থীদের আগ্রহ দেখে ভ্রমণের এ প্যাকেজ চালু করেছে পর্যটন কর্পোরেশন।

Link copied!