তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৩, ০৫:২২ পিএম

তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এর আগে, সোমবার একই সময়ে রেকর্ড হয়েছিলো ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে এই অঞ্চলে দিনে তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং শীতের তীব্রতা বাড়ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা হ্রাসের পাশাপাশি শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা এমন নিম্নমুখিতার কারণে জেলার নিম্ন আয়ের মানুষ সময়মতো কাজে বেরুতে পারছেন না। ফলে তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

Link copied!