আবারও তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৮, ২০২২, ০৯:০০ পিএম

আবারও তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমায় নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেওয়া হয়।

একাধিক বিশ্লেষক এবং কূটনীতিকরা ধারণা করছেন, তাইওয়ানের প্রতিরক্ষার ওপর চাপ বজায় রাখতেই বেইজিং শক্ত অবস্থানে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার তাইওয়ান জানিয়েছে, চীনের বিমান এবং যুদ্ধজাহাজ তাদের জলসীমানায় প্রবেশ করেনি।

গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে এর আগেও সামরিক মহড়া চালায় চীন।

চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে বেইজিং তাইওয়ানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এদিকে আগের মহড়ার কারণে সেখানকার ছয়টি ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি ফ্লাইট বিধিনিষেধ শিথিল করেছে তাইপে।

Link copied!