আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রলীগ: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২২, ০৯:০১ পিএম

আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রলীগ: ইশরাক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন হামলার শিকার হয়েছেন। পুরান ঢাকায় লিফলেট বিতরণ করার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হন তিনি।

এ হামলার জন্য জবি ছাত্রলীগকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেখানে লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ইট-পাটকেল, রড, হকিস্টিক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। 

 

ইশরাক হোসেন আরও জানান, তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশের সামনে তার গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ছাত্রলীগকে থামানোর পরিবর্তে উলটো বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগ করেন তিনি। পরে সেখান থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। 

সেখানে ইশরাক বলেন, যতই হামলা করুক না কেন, যেকোনো মূল্যে আমরা ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করব।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির দাবি, ইশরাক হোসেনের কর্মীদের হামলায় তাদের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের পরিবেশ শান্ত আছে। প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে আছে।

এর আগে গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সে দিন বরিশালে যাওয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

 

Link copied!