ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া দিন: বিএনপিকে হানিফ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২১, ০৯:৩৬ পিএম

ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া দিন: বিএনপিকে হানিফ

নির্বাচন কমিশন গঠনে বিএনপিকে মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।মঙ্গলবার(২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলার মুখ নামে এক সংস্কৃতি সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। 

মাহবুব উল আলম হানিফ বলেন, “আমরা অনুরোধ করব মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতি আবদুল হামিদের আহ্বানে সাড়া দিন, আপনাদের মতামত তাঁর কাছে পেশ করুন।”

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, “আপনাদের যদি ভালো পরামর্শ থাকে, অবশ্যই সেটা রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সেই পরামর্শ আপনারা দিন। বর্তমানে রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের জন্য যে গণতান্ত্রিক পদ্ধতি নিচ্ছেন, তা সবচেয়ে উত্তম পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন।”

আগামী বছর নির্বাচন কমিশন আইনটি গঠন করার আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আরও বলেন, “আমাদের রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের সবচেয়ে উত্তম পদ্ধতি অনুসরণ করছেন। সব কাজ চলছে, বৈঠক হচ্ছে। তাঁদের মতামতে সার্চ কমিটি গঠন করে, তাঁদের দেওয়া নামগুলো যাচাইবাছাই করে নির্বাচন কমিশন গঠন করা হবে। এই নির্বাচনই হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও আজকে বিএনপি সমালোচনা করছে।’

এসময় অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশার, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী এনাম উপস্থিত ছিলেন।

Link copied!