ঈদ পরবর্তি যাত্রা নিরাপদে ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ০৪:০০ এএম

ঈদ পরবর্তি যাত্রা নিরাপদে ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে ঘরে ফেরা মানুষ যাতে ছুটি শেষে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবারের ঈদে বিপুল সংখ্যক মানুষ নৌপথ, সড়কপথ, রেলপথ ও আকাশপথে স্বাচ্ছন্দ্যে বাড়িতে যেতে পেরেছেন। একইভাবে এসব মানুষ সুষ্ঠু ও নিরাপদে স্ব-স্ব কর্মস্থলে ফিরতে পারবেন বলে আশা করছি।

বুধবার (৪ মে) বিকেলে দিনাজপুরের বিরলে ঢাকাস্থ বিরল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত স্বপ্নচারী সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন বলেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বপ্ন দেখাতে হবে। তাহলেই ভবিষ্যতে বাংলাদেশ জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে।

 

Link copied!