ঈদের দিন দেশের প্রায় সব জায়গাতেই কালবৈশাখী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২২, ০৫:০৫ পিএম

ঈদের দিন দেশের প্রায় সব জায়গাতেই কালবৈশাখী বৃষ্টি

ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সেই বৃষ্টি ঈদের প্রথম জামাতের শেষে এসেছে। ফলে পরের জামাতে নামাজ আদায় করতে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ  রংপুর, রাজশাহী, ঢাকা, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে।

এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই ঈদের প্রধান জামাত হওয়ায় তার আর প্রয়োজন হয়নি।

অন্যদিকে, বায়তুল মোকাররমে নির্ধারিত পাঁচটি জামাত ছিল। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে নির্ধারণ করা হয়েছিল।  

ঈদের এদিনে ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের নামাজের জামাত শেষে মানুষ কিছুটা সমস্যার মধ্যে পড়েন। তবে অধিকাংশ স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে জামাত শেষ হয়ে যাওয়ায় ভোগান্তির মাত্রা বেশি ছিল না।

বৃষ্টি ও কালবৈশাখীর কারণে দেশের বিভিন্ন স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদিন থেমে থেমে বৃষ্টি চলবে। কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু আলাম অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি পারে।

Link copied!