‘বঙ্গভ্যাক্স’ টিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : বিএমআরসি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২১, ০৯:৫২ পিএম

‘বঙ্গভ্যাক্স’ টিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : বিএমআরসি

গ্লোব বায়োটেক উদ্ভাবিত ‘বঙ্গভ্যাক্স’ করোনার টিকার নৈতিক অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি ) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

 তিনি দাবি করেছেন, বিএমআরসি এ বিষয়ে সরকারের সাথে কাজ করছে। তবে অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

আজ রবিবার ( ২৫ এপ্রিল) একটি গণমাধ্যমকে  ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আমার নাম দিয়ে কোনো কোনো গণমাধ্যম এক সপ্তাহের মধ্যে ‘বঙ্গভ্যাক্স’ অনুমোদন পাবে বলে যে খবর প্রচার করছে, তা সঠিক নয়। 

উল্লেখ্য, গত বছরের ২ জুলাই  করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক দলনেতা কাকন নাগ ও নাজনীন সুলতানা। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করল। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের নাম আছে। যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে গ্লোবের তিনটি টিকা আছে। গত বছরের ১৮ অক্টোবর গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান আসিফ মাহমুদ জানিয়েছিলেন, প্রাণীর ওপর তাদের টিকার সফল পরীক্ষা হয়েছে। তারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা তিনটি টিকা উদ্ভাবন করেছে। এগুলো হলো ডি৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড ও এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর।

‘বঙ্গভ্যাক্স' এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সিঙ্গেল বা একক ডোজ টিকা। বিশ্বের অনেক টিকাই একাধিক ডোজের। কিন্তু এটি একক ডোজের হওয়ায় একবার নিলেই যথেষ্ট। 

 

 

 

Link copied!