এনজিওগ্রাম করা হবে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২২, ০৭:৫২ পিএম

এনজিওগ্রাম করা হবে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করানো হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মেডিক্যাল বোর্ডের মিটিং শেষে তিনি দ্যা রিপোর্ট ডট লাইভকে এ তথ্য জানান।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া এই বোর্ডের আলোচনা চলে প্রায় এক ঘন্টা। সেখানে হাসপাতালে ভর্তি বেগম  খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।

মেডিক্যাল বোর্ডের মিটিং সম্পর্কে জানতে চাইলে এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'আমাদের মিটিং শেষ হয়েছে। আমরা সেখানে নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা নিরিক্ষা করা লাগবে। তারপরে গিয়ে বুঝতে পারব।'

বিএনপি চেয়ারপারসনের  শারিরীক কি অবস্থা এই মুহুর্তে-জানতে চাইলে খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, “এর বেশি বলা যাচ্ছেনা।”

এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন এর আগে ২টা ৫৫ মিনিটের দিকে বাসা থেকে বের হন।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনাভাইরাস সংক্র্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাঁকে। এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৬ বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। 

Link copied!