এবার মঞ্চ ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৩, ১২:০১ এএম

এবার মঞ্চ ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ফুটবল খেলতে গিয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। রবিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি। 

জানা গেছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। ফুটবল খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার চাপে মঞ্চ ভেঙে পড়ে যায়। 

সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়ে আবারও আলোচনা আসেন ব্যারিস্টার সুমন। 

এক ভিডিওতে তিনি দাবি করেছেন, ‘সাকিব আল হাসান, আমাদের একজন নামী ক্রিকেটার। যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। যারা সেলিব্রেটি আছি, তাদেরকে যে-কেউ দাওয়াত দিলে যেতেই পারেন। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না।’

সুমন বলেন, ‘কিন্তু যখন আমি জানতে পারলাম যে, ডিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল, আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি। পাশাপাশি তিনি এখন পলাতক অবস্থায় রয়েছেন। ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে আনা চেষ্টা করছি। তার পরও সাকিব আল হাসান তার দোকান উদ্বোধন করতে গেছেন। আমার কাছে মনে হয়েছে, এটা যে একটা অপরাধ, সেটা তিনি জানেন কি না! সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না।’  

Link copied!