কবর খুঁড়ে অপেক্ষায় নিহত বাবুর পরিবার, বিএসএফ লাশ দেয়নি চারদিনেও

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৯:৪৮ পিএম

কবর খুঁড়ে অপেক্ষায় নিহত বাবুর পরিবার, বিএসএফ লাশ দেয়নি চারদিনেও

বিএসএফের গুলিতে নিহত হয়েছেন দিনাজপুরের হিলি সীমান্ত এলাকার শাহাবুল ইসলাম বাবু (২৫)। চারদিন আগে বিএসএফের গুলিতে নিহত হন বাবু। তার লাশ ফেরত পাওয়ার খবর পেয়ে অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার। কবর খুঁড়ে বসে আছেন তারা, এখনো বিএসএফ লাশ ফেরত দেয়নি। শাহাবুল ইসলাম বাবুর মা মালেকা বেগম আহাজারি করতে করতে স্থানীয় সাংবাদিকদের বলেন, আমার ছেলে মারা গেছে তাতেও আফসোস নাই। শুধু ছেলের লাশ ফেরত দেওয়া হোক। একবার ছেলের মুখ দেখবো।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া গণমাধ্যমকে জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় লাশ আসবে। কবর খোঁড়াসহ সব প্রস্তুতি নিতে বিজিবি তাঁকে জানিয়েছে।

এ ব্যাপারে জানতে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল ইসলামের মোবাইল ফোনে সাংবাদিকরা একাধিবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। নিহত সাহাবুল ইসলাম বাবু হাকিমপুর পৌর এলাকার ধরন্দু গ্রামের আবুল হোসেনের ছেলে।

গত ১৭ ফেব্রুয়ারি দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারতের কুণ্ডপাড়ায় রাত পৌনে ৮টায় বিএসএফের গুলিতে বাবু নিহত হয় বলে পুলিশ জানায়।

সেদিন ওসি আবু সায়েম মিয়া সাংবাদিকদের বলেছেন, স্থানীয় সূত্রে জেনেছি, সাহাবুল ইসলাম বাবু সীমান্ত পিলার ২৮৫/২৫ এর ভারতীয় অংশে ঢুকে পড়ায় ঘটনাটি ঘটেছে। যতদূর জেনেছি লাশ এখনও বিএসএফের কাছে রয়েছে।

সোমবার দুপুরে বাবুর বাড়িতে গিয়ে সাংবাদিকরা দেখেন, পাড়া-প্রতিবেশী ও স্বজনরা মরদেহ আসার অপেক্ষায় প্রহর গুণছে। নিহত হওয়ার চারদিন অতিবাহিত হলেও লাশ না পাওয়ায় শোকে শয্যাশায়ী বাবুর মা ও স্ত্রী। কবর খুঁড়ে রেখে অপেক্ষা করছেন তারা।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে ছিল বাবু। সে নিহত হওয়ার পর থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার লাশ আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। কতজন আসা যাওয়া করছে, কিন্তু আমার বাবা আর আসে না। আজও চেকপোস্টে গিয়েছিলাম।

থানা থেকে পুলিশ বাড়িতে এসে বলে গেছে, বিকাল সাড়ে ৪টায় লাশ আসবে। কবর খুঁড়তে বলেছে তাই চলে আসছি।  তবে এর আগেও লাশ আসবে বলে তাদের আশ্বস্ত করা হলেও আসেনি। যোগ করেন আবুল হোসেন।

Link copied!