কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি নিলেন বিলাওয়াল ভুট্টো

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ০২:২৩ পিএম

কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি নিলেন বিলাওয়াল ভুট্টো

কম্বোডিয়া যাওয়ার পথে বুধবার (৩ আগস্ট) চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এ সময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান।

ডি-৮ সম্মেলনে ঢাকায় না এলেও আসিয়ানের এক বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি নিলেন তিনি।

৪-৬ আগস্ট আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের  বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, বিলাওয়াল ভুট্টো ট্রানজিট স্থান হিসাবে শাহ আমানত বিমানবন্দরে ৪০ মিনিট অবস্থান করেন।

হাই কমিশনের ফেইসবুক পাতায় বিলাওয়াল ও হাছান মাহমুদের কয়েকটি ছবি দিয়ে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের তথ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অন্যকে বই উপহার দেন।

এসময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেন।

বিলাওয়াল ভুট্টো বলেন, 'বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার সময়, আমি মহামান্যের সুস্বাস্থ্য, সুখ-শান্তি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই।'

বিলাওয়ালের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Link copied!