করোনায় গত ২৪ ঘন্টায় শনাক্ত আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০১:১৪ এএম

করোনায় গত ২৪ ঘন্টায় শনাক্ত আরও বেড়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা আবারও বেড়ে গেছে। বুধবার (২৯ ডিসেম্বর) গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৬৩ জন মারা গেলেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯৫ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় ৪৯৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার ২ দশমিক ৩৭।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, বুধবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে ৩৭২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই গত ২৪ ঘন্টায় প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!