করোনায় রাজশাহীতে ৩ দিনে ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২১, ০৫:৩২ পিএম

করোনায় রাজশাহীতে ৩ দিনে ২৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (৩ জুন) গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মুত্য হয়েছে। এনিয়ে হাসপাতালে গত ৩ দিনে ২৩ জন মারা গেলেন। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা ডেডিকেটেড ওয়ার্ড বাড়ানোর সিধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা, সাইফুল ফেরদৌস দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা.সাইফুল ফেরদৌস দ্য রিপোর্টকে বলেন, ‘ বৃহস্পতিবার (৩ জুন) গত ২৪ ঘন্টায় আরও  ৯ জনের  মৃত্যু  হয়েছে। তারা সবাই হাসপাতালের করোনা ওয়ার্ড ও নিবিঢ় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আগের দিন মঙ্গলবার গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৭ জন মারা যায়।’

ডা. সাইফুল আরও বলেন, ‘ বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৯ জনের সবাই করোনা পজিটিভ ছিলেন। মৃত ৯ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহী জেলার ২ জন, নওগাঁর ১ জন ও পাবনা জেলার ১ জন।,

সংক্রমণ বেড়ে যাওয়ায় ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে রামেক হাসপাতালের এই উপপরিচালক আরও বলেন, ‘সোমবার (৩১ মে) পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ২১৫ জন। বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০-এ। বৃহস্পতিবার পর্যন্ত এই  সংখ্যা বেড়ে হয়েছে ২২৪ জন।’

ডা.সাইফুল ফেরদৌস আরও বলেন, ‘হাসপাতালটির পাঁচটি করোনা ওয়ার্ডে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি আছেন ২২৪ জন রোগী। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, রাজশাহীর ১০১ জন,  নওগাঁর ৯ জন, নাটোরের ৭ ও পাবনার ৬ জন।’

Link copied!