খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২১, ০৮:৩৯ পিএম

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় করতে তার চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে নিঃশেষ করে দেয়ার আয়োজনে ব্যস্ত বলেও তিনি জানান।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে বুধবার(২২ ডিসেম্বর) থেকে সারাদেশের জেলা সদরে সমাবেশ কর্মসূচির কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন,“ গণতন্ত্রের প্রতীক' খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনভাবেই বিবাচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তার চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

খালেদা জিয়ার মতো সংগ্রামশীল জীবন এখনও কেউ অতিক্রম করতে পারেনি উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, “ এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরী করেছিলেন তা আজও গণতন্ত্রহারা মানুষকে আন্দোলিত করে।”

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।”

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন।”

দেশের প্রচলিত আইনেই বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, “দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দাবিকেও অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে নিঃশেষ করে দেয়ার আয়োজনে ব্যস্ত।”

এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা আলী নেওয়াজ, এবায়দুল হক চান উপস্থিত ছিলেন।

Link copied!