জিয়ার জন্মদিনে ‘গণতন্ত্র ফেরানোর আন্দোলন’ সফলের শপথ নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৩, ০৯:৫৬ পিএম

জিয়ার জন্মদিনে ‘গণতন্ত্র ফেরানোর আন্দোলন’ সফলের শপথ নিল বিএনপি

দেশে ‘গণতন্ত্র ফেরানোর আন্দোলন’ সফল করার শপথ নিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি, আজকের এদিনে আবার নতুন করে শপথ নিয়ে অতি দ্রুত সমগ্র মানুষকে সংগঠিত করে আমরা এই সংগ্রাম এই লড়াই, গণতন্ত্রের যে সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র রক্ষা করবার যে সংগ্রাম, বাংলাদেশকে রক্ষা করবার যে সংগ্রাম, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। জিয়ার ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বলেন, ‘জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন। তাঁর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুধু এই জাতির স্বাধীনতাযুদ্ধ-মুক্তিযুদ্ধ যুদ্ধ শুরু হয়নি, তিনি সেই যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।

পরবর্তীকালে জাতির এক ক্রান্তিলগ্নে যখন এই জাতির সামনে একটা সংকট উপস্থিত হয়েছিল, যখন জাতির নেতৃত্ব শূন্য ছিল, দিকনির্দেশনা ছিল না, হতাশায় নিমজ্জিত হয়েছিল সমগ্র জাতি, সেই সময় আবার এই মহান পুরুষের ঘোষণার মধ্য দিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, নতুন স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মানুষ।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!