গণপরিবহন ছাড়া সব যানবাহনই রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২১, ০৮:১০ পিএম

গণপরিবহন ছাড়া সব যানবাহনই রাস্তায়

সর্বাত্মক কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে গণপরিবহন ছাড়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। দিন যত গড়াচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। এছাড়া অনেককে চেকপোস্টে থামালেও তাৎক্ষণিক মুভমেন্ট পাসের আবেদন করে ছাড়া পাচ্ছে।

তাৎক্ষণিক মুভমেন্ট পাস নিচ্ছে অনেকে

বুধবার (২১ এপ্রিল) সরেজমিনে রাজধানীর সাইন্সল্যাব, গুলিস্থান, শাহবাগ এলাকায় এই চিত্র দেখা যায় মিরপুর এলাকায় দেখা গেছে, কঠোর বিধিনিষেধ জারির শুরুতে সড়কে নির্দিষ্ট দূরত্ব পরপর পুলিশি চেকপোস্ট থাকলেও আস্তে আস্তে তা কমতে শুরু করেছে। সেইসঙ্গে সড়কে গণপরিবহন ছাড়া, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা ও মাঝেমধ্যে বিআরটিসির বাস চলতে দেখা গেছে। অনেক স্থানে চেকপোস্টগুলোতে মোটরসাইকেল থামালে তারা তাৎক্ষণিক অনলাইনে মুভমেন্ট পাসের আবেদন করে ছাড়া পেয়ে যাচ্ছেন। 

Police check

চেকপোস্টে বসেই মুভমেন্ট পাসের আবেদন করছে। 

হালকা ট্রাফিকজটও হয়

বিভিন্ন রাস্তার দুই লেনের এক লেন বন্ধ করে দেয়ার ফলে অপর লেন থেকেই গাড়ি চলছে। যার ফলে অনেক রাস্তায় ট্রাফিকজট দেখা যায়। এরমধ্যে রাজধানীর শাহবাগ মোড়ে হালকা যানজটও লক্ষ করা যায়। এছাড়া হাইকোর্ট মোড়েও দেখা যায় ট্রাফিকজট। তবে সেখানে কোন গণপরিবহন ছিল না। রিক্সা,মোটরসাইকেল ও প্রাইভেট কারের আধিপত্য ছিল সেখানে। 

সিএনজিতে লোকাল পদ্ধতিতে চলাফেরা

গণপরিবহন চলাচলে বিধিনিষেধ থাকলেও সিএনজি এখন গণপরিবহন হিসেবে কাজ করছে। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ, তিনগুণ ভাড়া নিয়ে চলছে সিএনজি। রাজধানীর গুলিস্থান, গাবতলী, চানখারপুল, শাহবাগ, ফার্মগেট এলাকায় সিএনজি চলাচলের সংখ্যা বেশি। এখান থেকে লোকাল হিসেবে ডেকে সিএনজিতে যাত্রী তুলছে তারা।

CNG

Link copied!