গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল দুই অটোযাত্রীর

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মে ১৫, ২০২২, ০৮:৪৭ পিএম

গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল দুই অটোযাত্রীর

টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুইজন অটোযাত্রীর। শনিবার রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়ায় সিগন্যালবিহীন ওই অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আ. খালেক (৫৫), ভোলারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যাল বিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে অটোটি খাদে পড়ে ঘটনাস্থলেই যাত্রী খালেক নিহত হন। অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, রেলকর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআর পি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

Link copied!