ঘুষ নেওয়ার সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২২, ০৫:৪১ এএম

ঘুষ নেওয়ার সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেফতার

দিনাজপুরে “ঘুষের অর্থ নেওয়ার সময়” কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ মে) ৮০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধান এবং মো. আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল এক বিশেষ অভিযানে তাকে হাতেনাতে ধরে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইসেন্স নবায়নের জন্য ঈশান এগ্রো ফুড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে মুস্তাফিজুর রহমান ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এমন অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান চালায়।

Link copied!